সাশ্রয়ী বাড়ি নির্মাণে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান
সাশ্রয়ী বাড়ি নির্মাণ করতে নাগরিক ও আবাসন ব্যবসায়ীদেরকে সহজ শর্তে ঋণ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
একইসাথে চলমান বৈশ্বিক সংকটের কারণে আবাসন খাত হুমকির সম্মুখীন হওয়ায়, এই খাতে রেমিটেন্স বিনিয়োগ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
বুধবার 'বাংলাদেশ রিয়েল-এস্টেট মার্কেট রিপোর্ট ২০২৩' এর মোড়ক উন্মোচন উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের (আরআইইউ) এক অনলাইন সভায় এই আহবান জানান বিশেষজ্ঞরা।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক রওশন মাদাওয়েলা, বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোভিডের কারণে বাংলাদেশের আবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোভিডের অভিঘাত কেটে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে বাড়ি নির্মাণের জন্য সকল ধরনের উপকরণের বাজারদর অস্বাভাবিকহারে বৃদ্ধি পায়।
সাধারণ মানুষ বাড়ি নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছে, একইসাথে আবাসন ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আলোচকরা বলেন, সংকট থেকে বের হয়ে আসার জন্য আবাসন খাতে সহজ শর্তে ঋণ দিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। একইসাথে সমন্বিত উদ্যোগ নিয়ে আবাসন ব্যবসায়ীদের সাথে সরকারকে কাজ করতে হবে।
রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের (আরআইইউ) ওয়েবসাইটে 'বাংলাদেশ রিয়েল-এস্টেট মার্কেট রিপোর্ট ২০২৩' ক্রয় করা যাবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।