এয়ারবাস থেকে বিমান কেনার পরিকল্পনা করছে সরকার: মাহবুব আলী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এভিয়েশন জায়ান্ট এয়ারবাস থেকে বিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার (২২ মার্চ) বাংলাদেশ এভিয়েশন সামিট ২০২৩-এর উদ্বোধনী অধিবেশনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা কাজ করছি। বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আজকের সম্মেলনেও এ বিষয়ে আলাপ হয়েছে।"
"তবে, যেহেতু মন্দা চলছে, তাই কতটি বিমান কেনা হবে এবং কবে কেনা হবে, সেটি এখনো ঠিক হয়নি," যোগ করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, "আজকের আলোচনা শুধু বিমান কেনার বিষয়ে, তা বলা যাবে না। এখানে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিমান খাতে ফ্রান্স ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, সেটিও আলোচনায় স্থান পাবে।"
সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বহরে এয়ারবাসের তৈরি উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে। তবে বিমান বাংলাদেশের বহরে এয়ারবাসের কোনো উড়োজাহাজ নেই। বিমানের বহরে রয়েছে আরেক এভিয়েশন জায়ান্ট বোয়িং-এর উড়োজাহাজ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে তিনি বলেন, "এয়ারবাস শুধু বাংলাদেশে ব্যবসা করার জন্য এসেছে, তাই নয়। তারা আমাদের এভিয়েশন খাতে প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও দক্ষতা বিষয়ক সহায়তাও দিতে চায়। এর মাধ্যমে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে এভিয়েশন খাত নিয়ে যোগাযোগ আরও গভীর হবে।"
এর আগে ২০২০ সালে, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল এয়ারবাস; যার আওতায় বিএসএমআরএএইউ শিক্ষার্থীদের বিশ্বমানের পাইলট প্রশিক্ষণ এবং বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশল বিষয়ে দক্ষতা করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এভিয়েশন সামিট-২০২৩। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ফরাসি দূতাবাস এই সামিটের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী। অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার ও ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।