অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, তাকে সাইকেল চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো
ছয় বছরের অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে গিয়েছিলেন পেশায় চা বিক্রেতা মামুন। কিন্তু সেখানে তাকে মুখোমুখি হতে হয় করুণ মৃত্যুর।
সোমবার (২৭ মার্চ) মামুনের আত্মীয়স্বজনেরা হাসপাতালের সামনে তার মৃতদেহ রেখে এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন করেছেন।
এ সময় তারা আনসার সদস্য হিরা ও মাহবুব, এবং হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স চালককে অভিযুক্ত করেন।
নিহতের বড় ভাই মাসুদ রানা বলেছেন, 'মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় মামুনের সঙ্গে তার মা ও স্ত্রীও ছিলেন।'
হাসপাতাল এলাকায় একটি খুনের খবর শুনে মা শাহনারা বেগমকে ফোন করে তিনি মামুনের কথা জানতে চান। তখন মা জানান, মামুন তাদের দুইজনকে বাসে তুলে দিয়ে হাসপাতালে থেকে গিয়েছেন।
'আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অ্যাম্বুলেন্স চালক এবং আনসার সদস্য হিরা ও মাহবুব আমার ভাইকে বাইসাইকেল চোর হিসেবে অপবাদ দিয়ে মেরে ফেলেছ,' মাসুদ বলেন।
মাসুদ রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আরও বলেন, 'আমার ভাই যদি চোর হতো, তাহলে কি সে পরিবার নিয়ে হাসপাতালে যেত?'
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য উল্লেখ করে মাসুদ বলেন, অভিযুক্তরা তার ভাইকে হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় শের-ই-বাংলা নগর থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।
অ্যাম্বুলেন্স চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে টিবিএসকে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার এইচ এম আজিজুল হক।
তবে মামলার বাদী মাসুদ জানান, পুলিশ মূল আসামীদের গ্রেপ্তার করেনি।
'তারা এখনো হাসপাতালে ডিউটি করছে। পুলিশ মামলার বিবরণও বদলে দিয়েছে। আমাদের উল্লেখ করা অনেক তথ্য বাদ দিয়ে দিয়েছে। এখন কেবল গণমাধ্যমই আমাদেরকে বিচার পেতে সহায়তা করতে পারে,' বলেন তিনি।