স্কুল, কলেজে মঙ্গল শোভাযাত্রাসহ নববর্ষ পালনের নির্দেশ
গুরুত্বের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করতে দেশের স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) অধিদপ্তরের প্রকাশিত এক নির্দেশনায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে আগামী ১৪ এপ্রিল তারিখে নববর্ষ উদযাপনের কথা বলা হয়।
এছাড়াও সেদিন ২০১৬ সালে ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচারের কথা বলা হয়েছে।
শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে বাংলা নববর্ষ, ১৪৩০ উদযাপনের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে অধিদপ্তরের নির্দেশনায়।