ঘূর্ণিঝড় ‘মোখা’ ধেয়ে আসায় সারাদেশের অভ্যন্তরীণ রুটে নৌ পরিবহন বন্ধ ঘোষণা
প্রবল ঘূর্ণিঝড় মোখা কাছাকাছি চলে আসায় সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
নৌপথের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন ইউএনবিকে বলেন, কর্তৃপক্ষের আদেশের পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট রুটের কোনো লঞ্চ চলাচল করেনি।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মচারীদের ছুটি বাতিল করেছে বিআইডব্লিউটিএ। যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে।
শুক্রবার রাত ৯টায় প্রকাশিত এক বুলেটিনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবিলম্বে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ১৩ মে সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।