সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগের একদিন পর আসন্ন সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার (২২ মে) দুপুর ২টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রায় ২০ জন নেতা-কর্মী।
যদিও নির্বাচন বিধি অনুসারে, মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় কোনো প্রার্থীর সাথে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবে বলে উল্লেখ রয়েছে।
নির্বাচন বিধিমালা ভঙ্গের বিষয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, 'খায়রুজ্জামান লিটনের সাথে পাঁচ জনের বেশি লোক আসেনি'।
তবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তোলা ছবিতে অন্তত ১৫ জন আওয়ামী লীগ নেতাকে দেখা গেছে।
ছবির বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, 'ছবিতে থাকা বেশিরভাগ লোকই সাংবাদিক। ওই সময় ১০০ জনের বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন'।
মনোনয়ন জমাদান শেষে খায়রুজ্জামান লিটন বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি জানি, নগরবাসীর আরো কিছু আশা-আকাঙ্ক্ষা অপূর্ণ আছে। সুযোগ পেলে আগামী ৫ বছরে সেগুলো পূরণ করতে চাই'।
কর্মসংস্থান সৃষ্টি তার নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পাবে উল্লেখ করে তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে কর্মমুখর নগরী হিসেবে গড়ে তুলতে চাই'।
এর আগে ২০১৮ সালের ৩০ জুলাই রাসিক নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে।