আচরণবিধি লঙ্ঘন: সদলবলে মনোনয়নপত্র জমা সিলেটের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের
নির্বাচন কমিশনের আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট সিটি করেপারেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এরআগে বেলা ১২টার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান আনোয়ারুজ্জামান।
নির্বাচন কমিশনের সিটি করেপারেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনপ্রকার মিছিল বা শোডাউন করা যাবে না, বা প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না।
এ ব্যাপারে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির বলেন, আনোয়ারুজ্জামান মনোনয়নপত্র জমাদানকালে অনেক কাউন্সিলর প্রার্থী এবং সাংবাদিকরা এখানে উপস্থিত ছিলেন। ফলে ভিড় লেগে যায়। 'তবে আমাদের কার্যালয়ের বাইরে কোন শোডাউন করা হয়েছে কিনা খেয়াল করিনি'।
আচরণিবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, 'আমি গুটিকয়েক নেতাকর্মী নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছি। তবে বাইরে অনেক কর্মী-সমর্থক ছিলেন। তাদের আমি নিয়ে যাইনি'।
আনোয়ারুজ্জামান মনোনয়নপত্র জমাদানকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে।