গাজীপুর সিটি নির্বাচন: ৪৫০ কেন্দ্রে ১৬,৫৭৩ ভোটে এগিয়ে জায়েদা খাতুন
রাত ০১:০৩
বৃহস্পতিবার (২৫ মে) এক ব্রিফিংয়ে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, জায়েদা খাতুন এখন পর্যন্ত মোট ৪৫০টি কেন্দ্রে ১৬,৫৭৩ ভোটে এগিয়ে রয়েছেন।
এখন পর্যন্ত জায়েদা খাতুনের প্রাপ্ত ভোট সংখ্যা ২,২৭,৫৫২। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লাহ ২,১০,৯৭৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসার জানিয়েছেন, প্রায় সব কেন্দ্রের ফলাফল এসেছে।
ব্রিফিংয়ে আজমত উল্লাহ উপস্থিত হননি। যদিও জাহাঙ্গীরকে সেখানে শুরু থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে।
রাত ৮:০০
আজমত উল্লাহ ৪৮০টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ৩৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
আজ সন্ধ্যায় এক ব্রিফিংয়ে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, বর্তমানে তার ৩,৩১৭ ভোট, আর জায়েদা খাতুনের পক্ষে ২,৯২৪ ভোট পড়েছে।
সন্ধ্যা ৭:২৪
বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোট গণনা।
কোনো ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
যারা বিকেল ৪টার আগে ভোট কেন্দ্রে পৌঁছেছেন, কিন্তু তখনও ভোট দেননি, তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা দেওয়া হয়েছে।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান ভূঁইয়া টিবিএসকে বলেন, 'আমাদের কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে, এবং আমরা বর্তমানে গণনা করছি। আমাদের কোনো বুথে ইভিএম মেশিনে কোনো সমস্যার সম্মুখীন হইনি।'