ঈদের ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম
ঈদুল আজহার ছুটিতেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান এই প্রতিষ্ঠান দুটি কার্যক্রম চালু রাখতে ইতোমধ্যে পৃথক নির্দেশনা জারি করেছে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সরকারী ছুটি পালিত হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোঃ ওমর ফারুক বলেন, সব ঈদেই ছুটিকালীন সময়ে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম চালু থাকে। এবারের ঈদুল আজহার ছুটিতেও চালু থাকবে বন্দরের কার্যক্রম। শুধুমাত্র ঈদের দিন সকালের শিফটে আট ঘণ্টা কন্টেইনার হ্যান্ডলিং ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, ঈদের দিন বিকাল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। তবে ঈদের দিন সকালেও জেটিতে জাহজ বার্থিং কার্যক্রম চালু থাকবে। ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চালু রাখার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এদিকে ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম চালু রাখতে গত ২২ জুন একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম হাউস কর্তৃপক্ষ।
ওই নির্দেশনায় ৬ জন ডেপুটি কমিশনার এবং ১ জন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে রাজস্ব কর্মকর্তা, সহকারি রাজস্ব কর্মকর্তা শাখা সহকারীদের ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ছুটি চলাকালীন সময়ে শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়।
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোর অপারেশনাল কার্যক্রম ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে। ঈদের আগের দিন ২৮ জুন রাত ১২টা থেকে ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)।
২৪ জুন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রপ্তানিকারক, আমদানিকারক, শিপিং লাইন, ফ্রেইট ফরোয়ার্ডার, সিএন্ডএফ এজেন্ট সহ আইসিডির সকল স্টেকহোল্ডারদের এ বিষয়ে অবহিত করা করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া পণ্য এবং চট্টগ্রাম বিমানবন্দরে আসা পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস।