বাংলাদেশ থেকে আরও পেশাদার কর্মী-বিনিয়োগকারী চায় সৌদি আরব
সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণে বাংলাদেশি পেশাদার ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের সৌদিতে সফরের আগে এ কথা জানিয়েছেন ঢাকায় রিয়াদের রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান।
সৌদি আরবে সবচেয়ে বড় প্রবাসী শ্রমিক সম্প্রদায় বাংলাদেশিরাই।
রাষ্ট্রদূতের অনুমান অনুযায়ী, ২.৮ মিলিয়ন বাংলাদেশি বর্তমানে দেশটিতে বিভিন্ন কাজে নিযুক্ত।
"আপনি সৌদি আরবের যেখানেই যান, সেখানেই কোনো না কোনো বাংলাদেশি দেখতে পাবেন। তাদের অনেকেই সৌদি আরবের প্রতি অনুগত," তিনি বলেন।
"তাদের প্রচেষ্টা সৌদি আরবের সরকার এবং জনগণও স্বীকার করে। সৌদি আরবের উন্নয়নে অংশ নিচ্ছে তারা," যোগ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সৌদিতে নতুন নতুন সুযোগ খুঁজে নেওয়ার জন্য স্বাগত জানান তিনি।
"সৌদি আরবে ব্যবসার বিশাল সুযোগ আছে। যেকোনো ক্ষেত্রের নাম বলতে পারেন, সবখানেই বিনিয়োগ করা যাবে।"
আল-দুহাইলান বলেন, সৌদি আরব বর্তমানে এনইওএম ও লোহিত সাগরের উপকূলের উন্নয়নের মতো বেশ কয়েকটি মেগাপ্রজেক্ট হাতে নিচ্ছে।
"আমরা বিভিন্ন সেক্টরে সৌদি আরবে কাজ করতে যেতে সব ধরনের পেশাদারদের স্বাগত জানাই," বলেন তিনি।
বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে সৌদি আরব সফর করবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, "তারা সেখানে অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, টেক্সটাইল, মাছের ব্যবসা ও খামারে বিনিয়োগ করতে পারে।"