সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়ংকর ও বিপজ্জনক হবে।
সোমবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে না। দেশি-বিদেশি চাপে তারা লোকদেখানো হিসেবে এটি করেছে। সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়েও ভয়ংকর আর বিপজ্জনক হবে।'
রুহুল কবির রিজভী বলেন, 'বাংলাদেশ এখন মনুষ্যত্বহীন আওয়ামী ফ্যাসিজমের কালো ছায়ার নিচে। নির্যাতনের নির্মমতার মুখে দাঁড়িয়ে আছে গণতন্ত্রকামী মানুষ। অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামী জনগণ লড়াই চালিয়ে যাচ্ছে।'
তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারী আগ্রাসনের শিকার হচ্ছেন।
রিজভী জোর দিয়ে বলেন, অনেকটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মের মতোই পুলিশের গোয়েন্দা শাখাও (ডিবি) সন্ত্রাস ও ভীতির প্রতীকে পরিণত হয়েছে।
তিনি বলেন, 'বিরোধী দলের নেতাকর্মীদের না পেলে তারা [ডিবি পুলিশ] পরিবারের সদস্যদের তুলে নিচ্ছে।'
রিজভী আরও বলেন, 'রাষ্ট্রীয় বাহিনীর নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণে সমাজ থেকে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার অস্তিত্ব ক্রমাগত লোপ পেয়েছে।'
এই বিএনপি নেতা বলেন, দলের সাম্প্রতিক মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অন্তত ৮২০ দলীয় নেতাকর্মী আহত এবং ৫০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন।