চট্টগ্রাম বিমানবন্দরে ৪৬,৭৮৭ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ (বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ২১ হাজার টাকা) মোহাম্মদ সোহেল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিম ওই যাত্রীকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, ওই যাত্রী চট্টগ্রাম থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে রাত সোয়া আটটায় শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রীর কাছ থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম, ৮ হাজার ৩৫০ মার্কিন ডলার, ৬১৮ ওমানি রিয়াল, ৪০০ সৌদি রিয়াল, ২০০ ইউরো উদ্ধার করা হয়েছে।
এনএসআই উক্ত যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে।
উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।
উক্ত যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় এনএসআই।