ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় এ বছর স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১২ আগস্ট) বলেছেন, এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা ১০ গুণ বেড়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সারা দেশে স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে যতটা সম্ভব উৎপাদন করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, কোম্পানিগুলো নির্দেশনা অনুযায়ী স্যালাইন উৎপাদন করছে। কিন্তু চাহিদা এখনও অনেক বেশি।
প্রতিদিন অন্তত ৪০ হাজার ব্যাগ স্যালাইনের চাহিদা রয়েছে রয়েছে বলে জানান মন্ত্রী। সেই হিসাবে প্রতি মাসে ১২ লাখ ব্যাগ স্যালাইন প্রয়োজন।
জাহিদ মালেক বলেন, প্রয়োজনে দুই মাসের জন্য বিদেশ থেকে স্যালাইন আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেঙ্গুরোগীদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া আছে জানিয়ে তিনি বলেন, 'ইতিমধ্যে শুধু ঢাকা শহরেই ৩ হাজার বেড রাখা আছে। এর মধ্যে ২ হাজার বেডে ডেঙ্গু রোগী ভর্তি আছে, বাকি এক হাজার বেড খালি আছে। সারা দেশে ৫ হাজার বেড রেডি রাখার জন্য বলেছি, অনেক বেড এখনও খালি আছে।'
ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরবরাহের ঘাটতি থাকলে সরকারি হাসপাতালগুলোকে বাইরে থেকে কিট কেনার অনুমতি দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন ও পৌরসভার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মশা কমাতে হবে।
মশার সংখ্যা আরও কমাতে ভালো ওষুধ ব্যবহারের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।