গত বছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ পর্যটক ছিল বাংলাদেশের
২০২২ সালে ভারতে সফরকারী পর্যটকদের ২০% ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশনের ডেটার আলোকে পর্যটন মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করেছে।
২০২২ সালে ৬১.১৯ লাখের ওপর বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেন, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৩০৫.৪% বেশি। গত বছর ভারতে যে পরিমাণ বিদেশি পর্যটক গিয়েছেন, তার মধ্যে ৫০ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং যুক্তরাজ্য- এ তিনটি দেশের। খবর নিউজ এইটিন-এর।
এর মধ্যে ১৩,৭৩,৮১৭ পর্যটক নিয়ে ভারতের ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল তথা এফটিএ'র ২২.১৯% যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। ১২,৫৫,৯৬০ জন পর্যটক নিয়ে এফটিএ'র ২০.২৯% বাংলাদেশ এবং ৬,১৭,৭৬৮ জন পর্যটক নিয়ে ৯.৯৮% এফটিএ-তে অবদান রেখেছে যুক্তরাজ্য।
ভারতের এফটিএ-তে ৫.৯৬% এবং ৪.৪৮% অবদান রেখে অস্ট্রেলিয়া আর কানাডা আছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। ষষ্ঠ থেকে দশম, পরের পাঁচটি অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, জার্মানি, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া।
পাঁচ বছর বাংলাদেশ শীর্ষে থাকার পর ২০২১ সালে আবারও ভারতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক যায় যুক্তরাষ্ট্র থেকে।
তবে চলতি বছরের প্রথম ছয় মাসের তথ্য বলছে, বাংলাদেশ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিবেশি রাষ্ট্র ভারতে পর্যটক গেছে ২৩.৫%, এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৮.১%) এবং যুক্তরাজ্য (৯.২%)।
বেশকিছু ইইউ দেশের কনস্যুলেট না থাকায় ভিসা প্রসেসিংয়ের জন্য বাংলাদেশিরা ভারতে যেতে বাধ্য হচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এর পাশাপাশি বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য প্রতিবছর ভারতে যান।