পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা অংশের রেললাইনে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) ট্রেন চলাচল করবে।
সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের ভাঙ্গাগামী ট্রেনটি ওই দিন সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে।
রেল কর্তৃপক্ষ সোমবার রাতে জানায়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার নতুন রেললাইনে হবে এই ট্রায়াল রান।
ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন চালু হলে প্রথমে ঢাকা, মাওয়া, পদ্মা, শিবচর এবং ভাঙ্গা রেলস্টেশন খুলে দেওয়া হতে পারে। এই রেললাইন উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরুতে এক জোড়া ট্রেন চালানো হবে। একমাস পর ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং আরও কিছু স্টেশনও খুলে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা।
এর আগে, গত ১০ জুন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছিলেন, চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরিদপুরের বামনকান্দা রেলওয়ে জংশনে ভাঙ্গা-যশোর রুটে ৮৭ কিলোমিটার সেকশন লাইন নির্মাণ কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ তথ্য জানান।