লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে চলছে 'নিরুত্তাপ' ভোটগ্রহণ
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
১১৫টি ভোটকেন্দ্রে ৮২৭টি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। এতে আওয়ামী লীগসহ ৪টি রাজনৈতিক দলের প্রার্থী ভোটে লড়ছেন। সকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আসনটিতে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটের দিন কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে ৯৫০ জন পুলিশ, ১৪৯৫ জন আনসার এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ১৬ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন। ম্যাজিস্ট্রেট দের অধীনে ৭ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
স্থানীয়ভাবে জানা গেছে, মূল নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত এ উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু (নৌকা), জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য শামছুল করিম খোকন (গোলাপ ফুল) এবং ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) প্রতীকে লড়ছেন।
স্থানীয় বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন জানান, ২ নভেম্বর বৃহস্পতিবার ছিল একাদশ সংসদের শেষ অধিবেশন, এরপর আর কোন অধিবেশন হবে না। সে কারণে উপনির্বাচনে নির্বাচিত হলেও সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন না জয়ী প্রার্থী।
স্থানীয় ভোটার মাকছুদুর রহমান জানান, সংবিধানের নিয়ম রক্ষায় প্রধান নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ভোটারদের মাঝে তেমন উত্তেজনা নেই।
এদিকে নিয়ম রক্ষার নির্বাচন হলেও আসন্ন এ নির্বাচন নিয়েও নানা ধরনের আশঙ্কা প্রকাশ করছেন, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী শামছুল করিম খোকন ও লাঙলের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন।
গত বৃহস্পতিবার (২ নভেম্বর) লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ভোটের দিন ব্যালট টানাটানির ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেছেন লাঙল ও গোলাপ ফুলের প্রার্থী। একই সঙ্গে নির্বাচনী এলাকার পূর্বাঞ্চলে অপ্রীতিকর ঘটনার শঙ্কায় আতঙ্কে রয়েছেন তারা। এসময় তারা প্রচার কাজে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও মাইক চুরির অভিযোগও করেন।
প্রসঙ্গত, এ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে কারণে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা দেন।