লক্ষ্মীপুর উপনির্বাচনে আ. লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ
লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ওই আসনের একটি কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করা হয়। এতে আ. লীগের প্রার্থী মিয়া গোলাম ফারুককে বিজয়ী ঘোষণা করে সংশোধিত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজয়ী সংসদ সদস্য মিয়া গোলাম ফারুক পিংকু নিজের ফেসবুক প্রোফাইলে তা পোস্ট করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, কমিশন একটি কেন্দ্রের ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তাই সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করা হয়েছে। ওই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাপ্ত ভোটের যে ব্যবধান, তা বাতিল কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। এজন্য নতুন করে আর নির্বাচন করার প্রয়োজন হয়নি। আওয়ামী লীগের প্রার্থী মিয়া গোলাম ফারুককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফরহাদ হোসেন আরও বলেন, নির্বাচনের দিন ব্যালট বইয়ে ৫৭ সেকেন্ডে নৌকা প্রতীকে ৪৩টি সিল মারার ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে তদন্তকালে ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনসহ দুজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজাদ বর্তমানে কারাগারে রয়েছেন।