পুলিশের ছাড়পত্র ছাড়া কন্টেইনারে জ্বালানি বিক্রি করা যাবে না: ডিএমপি
ঢাকার জ্বালানি স্টেশন মালিকদেরকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছাড়পত্র ছাড়া কন্টেইনারে জ্বালানি বিক্রি না করতে বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান শনিবার (১১ নভেম্বর) সকল ওসি, অপরাধ বিভাগের উপ-কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনারদের উদ্দেশে ১০ দফাবিশিষ্ট একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
'বাড়ি, কারখানা এবং শিল্পকারখানার জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সংশ্লিষ্ট থানার ওসির নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে বিক্রি করা হবে এবং পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশনের রাখা রেজিস্টারে [বিক্রির তথ্য] রেকর্ড করতে হবে,' প্রজ্ঞাপনে বলা হয়।
জ্বালানি স্টেশন মালিকদেরকে রিজার্ভয়ারে জ্বালানি লোডিংয়ের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সে সময়ে কোনো গাড়িকে পেট্রোল পাম্পে প্রবেশ করতে না দিতে বলা হয়েছে।
প্রতিটি পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশন এলাকা রাত্রিকালীন দর্শনক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসাতে এবং এসব ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারটি সুরক্ষিত জায়গায় স্থাপন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় ৬৪টি বাসে আগুন দেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় ৬৪টি মামলা করা হয়েছে।
এদিকে আগুন দিতে গিয়ে ১২ জনকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের কাছ থেকে পেট্রোল, গানপাউডার, ম্যাচ, তুলা, ন্যাকড়াসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।