যমুনা এক্সপ্রেসের ৩ বগিতে আগুন
রোববার (১৯ নভেম্বর) ভোরে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা 'যমুনা এক্সপ্রেস' ট্রেনের দুটি বগিতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
অগ্নিকাণ্ডের সময় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল, এতে কোনো যাত্রী ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে গতরাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
রাত ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডের শিকার যমুনা এক্সপ্রেসের রাত ২টায় সরিষাবাড়ী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
দেশে চলমান হরতাল-অবরোধের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
এর আগে, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনটির দুটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।