রওশনসহ যারা আ.লীগের সাথে জোট করতে চায় তারা পার্টির সদস্য না: চুন্নু
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যারা আওয়ামী লীগের সঙ্গে জোট করতে চান, তারা জাতীয় পার্টির সদস্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, 'রওশন এরশাদসহ যারা আওয়ামী লীগের সঙ্গে জোট করতে চায়, তারা পার্টির সদস্য নয়। দুই-একজন বহিষ্কৃত, একজন শুধু প্রধান পৃষ্ঠপোষক আমাদের দলের। তিনি শ্রদ্ধার পাত্র। জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্তের বিষয়ে তার কোনো এখতিয়ার নেই।'
তিনি বলেন, 'আইন অনুযায়ী শতভাগ নিশ্চিত, জাতীয় পার্টির প্রতীক যে লাঙ্গল, সেটা বরাদ্দের মালিক একমাত্র গোলাম মোহাম্মদ কাদের। এবং মনোনয়নের বিষয়ে সিগনেটরি একমাত্র তিনিই।'
জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে চুন্নু বলেন, 'আমাদের চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যানসহ আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে একটি কমিটি, একটি লোকেরও এই নেতৃত্বের প্রতি অনাস্থা নাই।'
তিনি বলেন, 'রওশন এরশাদের স্বাভাবিক জ্ঞান নেই। তিনি অসুস্থ। তাকে কিছু লোক বিভ্রান্ত করছে। শনিবার একটি চিঠি দিয়েছেন যে মহাজোটের সাথে নির্বাচন করবেন। কিন্তু আওয়ামী লীগ তো বলে নাই যে জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করবে। আমি পার্সোনালি রওশন এরশাদকে ফোন দিয়েছি। চিঠির বিষয়ে জানতে চেয়েছি। তিনি বলেছেন, এ চিঠি আমি এমনিই দিয়েছি। তার দুর্বলতার সুযোগ নিয়ে তার মতো একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে ব্যবহার করছে কিছু লোক। যারা ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য তাকে ব্যবহার করছেন, এসব বিষয়কে জিএম কাদের কোনো সুযোগ দেবেন না।'