কিশোরগঞ্জ-৩ আসনে জাপা মহাসচিবের বিপক্ষে লড়া আ.লীগের প্রার্থীর মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, নাসিরুল ইসলাম তার হলফনামায় একটি বিচারাধীন মামলার তথ্য গোপন করেছেন, যার ফলে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নাসিরুল ইসলাম বর্তমানে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
কিশোরগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গত তিনটি সংসদ নির্বাচনে এ আসনে পরপর তিনবার নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনেও মুজিবুল হক চুন্নু আবারও এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।