সেনা মোতায়েনের অনুমতি নিতে রোববার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন সিইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের অনুমতি নিতে রোববার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন (ইসি)-র সূত্রগুলো জানিয়েছে, বেলা ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে ওই সাক্ষাতের সময় তার সাথে থাকবেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে ভোটের মাঠে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ১১ ডিসেম্বর রাতে ইসি বৈঠক করে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে।
বৈঠক শেষে পিএসও সাংবাদিকদের বলেন, ভোটের আগে ও পরে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতিকে ইসি অনুরোধ করবে। তারপর সেনা মোতায়েনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি।
সেদিন পিএসও আরও বলেন, ''আমরা সশস্ত্র বাহিনী যদি মোতায়েন থাকি, আমরা অবশ্যই সব ধরনের সহায়তা করব। রাষ্ট্রপতি অনুমতি দিলে, অতীতের মতোই আবার আমরা মাঠে থাকব।'
আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য মাঠ পর্যায়ে কাজ করবে। এদের মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র্যাব ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০ জন ও বিজিবি সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।