৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ৯টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে জামিনের আবেদন গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
এ বিষয়ে মির্জা ফখরুলের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ফখরুলের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
এর আগে রোববার (১৭ ডিসেম্বর) ৯টি মামলায় জামিন আবেদন গ্রহণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী নয় মামলায় জামিনের আবেদন করেন যেখানে মামলার বিবরণীতে তার নাম অন্তর্ভুক্ত থাকলেও তাকে গ্রেফতার দেখানো হয়নি।
তবে আবেদনগুলো শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হলে বিচারিক আদালত বলেন, তদন্ত কর্মকর্তা ফখরুলকে গ্রেপ্তার দেখানো না হওয়া পর্যন্ত জামিন আবেদন শুনানির এখতিয়ার নেই। এ বিষয়ে হাইকোর্টে বিষয়টি নিয়ে যাওয়ার পরামর্শ দেন আদালত।
ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, জামিনের আবেদন করা নয়টি মামলায় তাকে আসামি করা হলেও এসব মামলায় রাষ্ট্রপক্ষ তাকে গ্রেপ্তার করেনি।