৩ জানুয়ারি থেকে ৮ দিন মাঠে থাকবে সেনাবাহিনী
আসন্ন জাতীয় নির্বাচনের আগে, নির্বাচনের সময়, এবং নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করার জন্য ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে সারাদেশে সেনা সদস্যদের মোতায়েন করা হবে।
আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সেনা সদস্যরা ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের অনুরোধ বিবেচনা করে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা হবে।
প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক স্থানে সেনা সদস্যদের মোতায়েন করা হবে। জেলা/উপজেলা/পুলিশ স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করে এবং রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে এসব স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
চিঠিতে আরও বলা হয়, ২৯ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগের একটি সমন্বয় সেল কার্যক্রম শুরু করবে। বাহিনী বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে।
এর আগে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৭ জানুয়ারির নির্বাচনের সময় নিরাপত্তা জোরদার করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেন।
অতীতের নির্বাচনে সেনা মোতায়েন
২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনের সময় ৩৮৯টি উপজেলাজুড়ে ৩০ সদস্য সম্বলিত মোট ৪১৪ সেনা প্লাটুন মোতায়েন করা হয়েছিল। এছাড়া ওই সময়ে ১৮টি উপজেলায় নৌবাহিনীর ৪৮টি প্লাটুন মোতায়েন করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সশস্ত্র বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল।