তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ বুধবার (৩ জানুয়ারি) চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ভোর ৬টায় এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি শীতের মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।
এছাড়াও দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ রাজধানীতে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই সাথে রাতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, জেলায় তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে এবং আগামী দিনে আরও কমতে পারে।
তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে কক্সবাজারে আগের রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে তেতুলিয়া ও ডিমলা উভয় উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি।