জাতীয় নির্বাচন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কূটনীতিকরা
ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।
সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্রিফিংয়ের আয়োজন করে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গউইন লুইস-সহ বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন 'মিটিং অ্যান্ড গ্রিট' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মোমেন এটিকে কেবল একটি সৌজন্য 'সাক্ষাৎ এবং শুভেচ্ছা' বিনিময় হিসাবে বর্ণনা করে বলেন, 'আমরা আরও ভাল অংশীদারত্ব, সহযোগিতা এবং সমন্বয় দেখার জন্য আগ্রহী– যা আমাদের জন্য অপরিহার্য।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও অবদানের ফলে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে।