২১ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলা ও টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় গতকাল সোমবার (২২ জানুয়ারি) মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। এছাড়াও পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ মঙ্গলবার মধ্যরাতের পর থেকে আগামীকাল মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছী ও দিনাজপুরে, ৮.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গতকাল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এটি এই শীতের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন রবিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, 'পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ১০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে ইউরোপিয়ান ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
তিনি জানান, সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগের জেলাগুলোতে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও খুলনায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বিভাগের জেলায়। ৩য় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগের গোপালগঞ্জ, মুন্সিগন্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলায়।
বৃষ্টির পরে ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত আরো বেশি ঘন কুয়াশা বিরাজ করতে পারে এবং শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে মোস্তফা কামাল পলাশ বলেন, ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে আরো একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে ইউরোপিয়ান ও আমারিকান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। তবে দক্ষিণ অঞ্চলেই বৃষ্টি ছিল বেশি। দক্ষিণের জনপদ যশোর এবং চুয়াডাঙ্গায় যথাক্রমে ২২ ও ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
মোস্তফা কামাল পলাশ বলেন, 'আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজি চাষিদের জন্য পরামর্শ হলো- জমি অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখা। ইটভাটা মালিকদের জন্য পরামর্শ হলো- কাঁচা ইট রক্ষায় ব্যবস্থা নেওয়া।'
এদিকে তীব্র ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে ক্লাস শুরু হবে। গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।