সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল ল্যাব হবে: পলক
ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাতক্ষীরায় খুব দ্রুত সময়ের মধ্যে তরুণ-তরুণীদের জন্য ১৩০ কোটি টাকা ব্যয়ের শেখ কামাল ডিজিটাল কম্পিউটার ল্যাব তৈরি হবে। সেখান থেকে প্রতি বছর ২ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
শুক্রবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে 'হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' শীর্ষক একটি প্রকল্পের আওতায় নারীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 'সাতক্ষীরার ৭ উপজেলায় কম্পিউটারে ল্যাব হবে। সেখান থেকে প্রতি বছর ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি হবে। আগামী ছয় মাসের মধ্যে সাতক্ষীরার স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভূমি অফিসে হাই স্পিড ইন্টারনেট সেবা দেওয়া হবে। খুব শীঘ্রই দেশের মানুষ অল্প মূল্যে হাই স্পিড ইন্টারনেট সেবা পাবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশে স্মার্ট পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট করা হবে। নারীরা সমাজে যেন পিছিয়ে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।'
তিনি আরও বলেন, 'কেউ বিশ্বাস করেনি মাত্র ১৩ বছরে বাংলাদেশ ডিজিটাল হবে। সাতক্ষীরায় বসে রপ্তানি আয় করা সম্ভব সেটা নারীরা প্রমাণ করেছে। জেলার ৭৮টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার একজন পুরুষের পাশাপাশি নারী সেবা দিয়ে আসছে। বর্তমানে দেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধেক নারী দেখতে পাবেন।'