৫ বছরের জন্য এনভয় টেক্সটাইলসের এমডি হয়েছেন তানভীর আহমেদ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আগামী ৫ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ।
কোম্পানিটির ২৮ তম বার্ষিক সাধারণ সভা বা এজিএমে শেয়ারধারীদের শতভাগ ভোটে তিনি এমডি নির্বাচিত হয়েছেন। একই সভায় শেয়ারধারীদের বড় অংশ (৯৯.৯৭ শতাংশ) কোম্পানিটির পরিচালক শেহরীন সালামের নিয়োগের বিরোধিতা করেন। ফলে তিনি পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক ডিএমডি।
শেহরীন সালামের পরিবর্তে শতভাগ ভোট পেয়ে পরিচালক হয়েছেন ইপিক গার্মেন্টসের মনোনীত প্রতিনিধি সুনিল দৌলতরাম দারিয়ানানি।
এছাড়া পরিচালক হিসেবে শতভাগ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন কুতবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
এ সময় শেয়ারধারীরা ব্যবস্থাপনা পরিচালক ও অন্য তিন পরিচালকের পুনর্নির্বাচনে তাদের মতামত দেন।
শেয়াধারীদের মধ্যে ১০ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ১৭৮টি ভোট তানভীর আহমেদকে এমডি নিয়োগের পক্ষে দেওয়া হয়, যা মোট ভোটের শতভাগ। এছাড়া পরিচালক শেহরীন সালামের নিয়োগের পক্ষে ভোট পড়েছে মাত্র ৩২ হাজার ৩৮২টি, যা মোট ভোটের প্রায় ০.০৩ শতাংশ।
এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতবউদ্দিন আহমেদ বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন।