৩৩ দিন জিম্মি থাকার পর সব নাবিকসহ মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ
ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়েছে।
ছিনতাইয়ের ৩৩ দিন পর জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল। বিষয়টি নিশ্চিত করেছে জাহাজটির মালিক কোম্পানি কেএসআরএম গ্রুপ।
কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রোববার (১৪ এপ্রিল) সকাল ৪টা ২৫ মিনিটের দিকে এক ফেসবুক পোস্টে লেখেন, 'জলদস্যুতার শিকার হওয়া এমভি আবদুল্লাহ মুক্তি পেয়েছে! আলহামদুলিল্লাহ। সকল ক্রু নিরাপদ আছেন এবং শীঘ্রই বাড়ি ফিরে আসবেন।'
'জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে,' শাহরিয়ারের বরাত দিয়ে জানিয়েছে প্রথম আলো।
১২ মার্চ বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার সময় ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের কবলে পড়ে।
এর আগে শনিবার (১৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এমভি আবদুল্লাহ ও এর ২৩ জন ক্রু সোমালি জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
'আপনারা খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পাবেন। আমি শুধু বলতে পারি যে, খুব শীঘ্রই নাবিকদের মুক্তি দেওয়া হবে। আমরা জাহাজটিকেও মুক্ত করতে পারব। ইতোমধ্যেই [এ লক্ষ্যে] উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে,' চট্টগ্রাম নগরীর লালদীঘি চত্বরে 'চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তবে নাবিক বা কার্গো জাহাজটি উদ্ধারের বিষয়ে অন্য কোনো তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী।