আমরা রাইফেল ধরতে পারব না, বয়স হয়েছে, লড়তে হবে ইয়াং জেনারেশনকে: মির্জা ফখরুল
তরুণদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `আমাদের তো বয়স হয়ে গেছে…আমরা কি রাইফেল ধরতে পারব, রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারব? পারব না। আমাদের দরকার ইয়াং জেনারেশন।'
তিনি বলেন, 'যখন একাত্তর সালে যুদ্ধে ছিলাম, আমরা সবাই (মুক্তিযোদ্ধারা) তরুণ ছিলাম, সবাই যুবক ছিলাম। দেশ স্বাধীন করতে হবে কেবল এ চিন্তা ছাড়া মাথার মধ্যে আর কিছু ছিল না। দলমত নির্বিশেষে সবাই এক হয়ে গিয়েছিল।'
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে 'মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান'শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
তিনি বলেন, 'আজ সময় এসেছে। তখন দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই লড়াইয়ে আমাদের নামতে হবে।'
তিনি আরও বলেন, 'আমি জানি, আমাদের এখানে কথা বলাও বিপদ, এখানে চলাও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সবই বিপদ। তার মধ্যেই আমাদের সাহস করে রুখে দাঁড়াতে হবে।'
চলমান আন্দোলন শুধু বহালই নয়, তীব্র থেকে তীব্রতর হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 'আমাদের যেটা ন্যায্য দাবি, সেটি আদায় করতে হবে। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর জন্য আমাদের আন্দোলন শুধু বহালই থাকবে তা নয়, বরং তীব্র থেকে তীব্রতর হবে।'
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারেই দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যে কথাই বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই।'
তিনি বলেন, 'এই সরকার নিয়ে আমার কথা বলতে আর ইচ্ছা করে না। কত বলব? ওদের তো চামড়া মোটা হয়ে গেছে। একইসঙ্গে কবরস্থানে চলে গেছে, কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, লুট করো।'
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধে বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, মুক্তিযোদ্ধা দলের এমএ আবদুল হালিম মিঞা, মোবারক হোসেন, সারোয়ার আলম, মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।