মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে ‘টাকা লোপাটের’ দায় এড়ালেন এমপিরা
'মালয়েশিয়ার শ্রমবাজার থেকে এমপিরা টাকা লোপাট করেছে'— এটি কেউ প্রমাণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য এবং কর্মী পাঠানোর সিন্ডিকেটভুক্ত ১০০টি এজেন্সির অন্যতম সদস্য আহমেদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বেনজির আহমেদ।
মালয়েশিয়ার শ্রমবাজারের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৪ জুন) রাজধানীর মিন্টো রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "একটি স্বার্থান্বেষী মহল ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে (গন্তব্য দেশ) বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করে শ্রমাবাজার ধ্বংসের জন্য অপপ্রাচর চালাচ্ছে।"
এ সময় সিন্ডিকেটভুক্ত এজেন্সিগুলোর প্রতিনিধি এবং বায়রার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, "মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বলে কোনো শব্দ নেই। আমি মালয়েশিয়াতে ভিসা (ডিমান্ড লেটার) কেনার ক্ষেত্রে সম্পৃক্ত ছিলাম না। আমরা শুধু বিভিন্ন সাব-এজেন্টদের পাঠানো কর্মীদের কাগজপত্র প্রসেস করেছি।"
"একজন এজেন্সি মালিক হিসেবে আরো ১,৫০০ এজেন্সির সঙ্গে মালয়েশিয়া সরকারের কাছে আমি কর্মী পাঠানোর জন্য আবেদন করেছিলাম। কাকতালীয়ভাবে আমার এজেন্সিও কাজ পেয়েছে," যোগ করেন তিনি।
নিজাম উদ্দিন হাজারী আরও জানান, তার এজেন্সি মোট ৮,৩৯৬ জন অভিবাসন প্রত্যাশী কর্মীর আবেদন প্রসেস করেছে।
তিনি বলেন, "সরকার নির্ধারিত ৭৮,৯০০ টাকার বেশি এক টাকাও আমরা নেইনি। একটি দালাল শ্রেণি কর্মীদের কাছ থেকে টাকা নিয়েছে।"
মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ৪ থেকে ৭ লাখ পর্যন্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে টাকা দিয়েও ইতোমধ্যে সরকার নির্ধারিত হিসেবে প্রায় ১৭,০০০ লোক সময়মত মালয়েশিয়া যেতে পারেননি। এজেন্সিগুলো তাদেরকে সময়মতো টিকিট দিতে না পারায় সেদেশে যেতে পারেননি তারা।
তবে সিন্ডিকেট ভুক্ত এজেন্সিগুলোর নেতা ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন দাবি করেন, "না যাওয়া কর্মীদের প্রকৃত সংখ্যা ৫ হাজারের মতো। তাদের সবাইকে মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর চেষ্টা করা হবে অথবা পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হবে।"
এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত বায়রা'র সভাপতি আবুল বাশার বলেন, "যারা যেতে পারেননি, তাদের নিবন্ধনের জন্য বায়রার পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। যে সব কর্মী নিবন্ধন করবে, তাদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ফেনী-৩ আসনের জাতীয় পার্টির এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং বায়রার মহসচিব মোহাম্মদ আলী হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।