আন্দোলনের এক কেন্দ্রস্থল হয়ে উঠছে জাহাঙ্গীরনগর; ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যুক্ত হওয়া বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন।
কোটাসংস্কারের এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কেন্দ্রস্থল হয়ে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সাভার ও আশেপাশের এলাকার অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা যোগ দেন জাবির শিক্ষার্থীদের সাথে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে প্রবেশ করতে দেখা গেছে।
সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, মির্জা গোলাম হাফিজ কলেজ, বেপজা কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জাবির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়েছে। তাদের স্লোগানে স্লোগানে এই মুহুর্তে মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস।
এদিকে আজ দুপুরের শুরুর দিকে জাবি'র গেটগুলোতে বহিরাগত ও ছাত্রলীগের সদস্যরা অবস্থান নেয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্দোলনকারী ছাত্ররাও মাইকিং করে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের সমবেত করছে।
জলকামানসহ শতাধিক পুলিশও ক্যাম্পাসে মোতায়েন রয়েছে।
এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে গতকাল মধ্যরাতের পর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সংবাদদাতারা জানান। এমনকি, এ সময় অনেক সাংবাদিক হামলার ভয়ে তাদের ফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ বা ছবি তোলা বন্ধ রেখেছিলেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন।
মধ্যরাতের পর ছাত্রলীগের কথিত সদস্যরা জাবি শিক্ষার্থীদের হল ও ভিসির বাসভবনে হামলা চালালে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এরপর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা গুলির শব্দ শুনতে পাওয়ার কথাও দাবি করেন।