মেট্রোরেল স্টেশন পোড়ানোর মামলায় রিজভী, ভিপি নুরসহ ৮ জন রিমান্ডে
কাফরুল থানায় দায়ের করা মেট্রোরেল স্টেশন পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৮ জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. মইনুল ইসলাম এই আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- জামায়াতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল হক বাবুল, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচীব আমিনুল হক, বিএনপি সমর্থক মাহমুদ সালেহীন এবং এম এ সালাম।
আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, রিজভী ও ভিপি নুরসহ অন্যান্য হাজতি আসামির নির্দেশে ও ষড়যন্ত্রে অন্যান্য আসামিরা সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রম ও অগ্নিসংযোগ করে সরকারি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের ব্যাপক ক্ষতিসাধন করেছে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক মালামাল লুটপাট করে নিয়ে যায়, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি টাকার অধিক। তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
এর আগে বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরকে ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।
আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে লাঠিসোটা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় পল্টন থানার মামলায় গত ১৯ জুলাই রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে পুলিশ। একদিনের রিমান্ড শেষে ২১ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়।