এক মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, তীব্র যানজটে ভোগান্তিতে ঢাকাবাসী
প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ পুরোদমে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। সেই সাথে ঢাকার রাস্তায় দেখা মিলেছে সেই চিরাচরিত যানজটের।
আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকার অধিকাংশ রুটে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। শহরের বেশিরভাগ সড়কই গাড়ি, বাস, মোটরসাইকেল এবং সিএনজি-চালিত অটোরিকশাসহ যানবাহনে পূর্ণ ছিল।
ট্রাফিক পুলিশ বলছে, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন স্থানে যানচলাচল স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা ধীর গতি।
ট্রাফিক ডিভিশন সূত্রে জানা যায়, উত্তরা, মহাখালী, তেঁজগাও, মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর এলাকায় যানচলাচলে ধীরগতি রয়েছে। এছাড়া বাড্ডার নতুন বাজারের পর থেকে যমুনার ফিউচার পার্ক পর্যন্তও যানজট রয়েছে।
উত্তরার ডিবিশনের অতিরিক্ত উপ-কমিশনার কামারুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সকাল থেকে ঢাকামুখী গাড়ির চাপ ছিল বেশি। ফলে এই এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। তবে সময়ের সাথে যান চলাচল একদম স্বাভাবিক হবে'।
বাড্ডা জোনের এসি শুভ ঘোষ বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় সকাল থেকে রাস্তায় গাড়ির চাপ বেশি। এর মধ্য রাস্তা সংস্কারের কাজ চলছে। যার কারণে নতুন বাজারের পর থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত যানজট রয়েছে।'
মতিঝিল জোনের এসি ইমতিয়াজ আহমেদ জানান, রাস্তায় গাড়ির তুলনায় রিকশা বেশি। কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর এবং মতিঝিলেও যানচলাচল কিছুটা এজন্য ধীরগতির।
বনানী থেকে প্রতিদিন ইস্কাটনে যাতায়াত করেন সাংবাদিক সাদিয়া রহমান। তিনি বলেন, 'সকাল সোয়া ৯টায় অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ইস্কাটনে আমার অফিসে পৌঁছাতে সাধারণত ৩০-৪০ মিনিট সময় লাগলেও আজ সেখানে পৌঁছাতে আমার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
কিছু যাত্রীদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং সরকারি-বেসরকারি অফিসের পূর্ণাঙ্গ কার্যক্রমের কারণে এমন যানজট দেখা দিয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও স্কুলগুলোতে উপস্থিতি ছিল কম।
আজ রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে খুলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোও পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।