শাহজাহান খানসহ ৫ মন্ত্রী-এমপির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া তিন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও জান্নাত আরা হেনরীর বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করবে সংস্থাটি।
মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগের মন্ত্রী-সংসদ সদস্য ও নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন।
এদের অনেকের অবৈধভাবে অর্জিত সম্পদের খবর বিভিন্ন গণমাধ্যমে ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করেছে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও দলটির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সম্পদের অনুসন্ধান শুরু করেছে।
দুদকের পাশাপাশি নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডও (এনআরবি)।