গোলাম দস্তগীর গাজীসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
মামলার বাকি দুই আসামি হলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ আগস্ট) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
মামলার বাকি দুই আসামি হলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এর আগে গতকাল (২৪ আগস্ট) রাতে গোলাম দস্তগীর গাজীকে তার শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।