চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে তালা দিলেন শিক্ষার্থীরা
সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিভাগের সভাপতি কক্ষ ও অফিসকক্ষে তালা দিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।
এদিকে অবস্থান কর্মসূচি পালন করার সময় বেলা পৌনে ১১ টায় বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, অধ্যাপক আ-আল মামুন, অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক সাতিল সিরাজসহ বিভাগের ৯ জন শিক্ষক শিক্ষার্থীদের দাবিগুলো শুনেন এবং এ বিষয়ে কথা বলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বেশকয়েক বছর ধরে বিভাগে নানা অনিয়ম চলছে। ছয় মাসের সেমিস্টার শেষ করতে সময় লাগছে এক বছর। এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও আট-দশ মাস পর ফলাফল প্রকাশ করা হয়। ইনকোর্স পরীক্ষা যথাসময়ে নেওয়া হয় না। চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চারদফা দাবিগুলো হলো- আটকে থাকা কোর্সগুলোর রুটিন প্রকাশ, আজকের মধ্যে ফর্ম-ফিলাপের তারিখসহ পরীক্ষার রুটিন দিতে হবে, অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তের বিষয়ে শিক্ষার্থীদের জানাতে হবে এবং সেশনজট নিরসনে চার মাসে সেমিস্টার শেষ করতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, "আমাদের চার দফা দাবি মেনে নেওয়ার জন্য বিভাগের সভাপতিকে দুইদিন সময় বেঁধে দিলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।"