বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/eztema_7657817.jpg)
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ (৩ ফেব্রুয়ারি)। সোমবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়েরের অনুসারী ২২ জেলার মুসল্লিরা এ পর্বে অংশগ্রহণ নিয়েছেন।
ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম অংশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া, বিদেশি মেহমানদের জন্যও প্রস্তুত করা হয়েছে আলাদা তাবু। সেখানে ৭৬টি দেশ থেকে আগত প্রায় ৩ হাজার ৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন।
আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা যার যার দেশে ফিরবেন বলে জানান হাবিবুল্লাহ রায়হান।
এদিকে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে।"
তিনি জানান, ময়দান ও চারপাশের এলাকা ২৩৫টি সিসি ক্যামেরা ও বাইনোকুলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জিএমপি কমিশনার বলেন, "গতকাল মোনাজাতের সময় পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফেটে আতঙ্ক তৈরি হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।"
এ সময় পুলিশ কমিশনারের সাথে জিএমপির অতিরিক্ত কমিশনারসহ উপ-কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট থানার ওসি ও আয়োজক কমিটির পক্ষে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।
সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই ধাপের প্রথম পর্ব।
এরপর, আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৫৮তম বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন করে বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে জুবায়েরপন্থীরা। প্রথম ধাপের ইজতেমায় ৪১ জেলার মুসল্লিরা অংশ নেন।