সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করল এনবিআর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/suchona-foundation.jpg)
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান নেওয়ার খবরের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের জন্য আয়কর অব্যাহতি এবং ফাউন্ডেশনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানের অর্থের ওপর কর ছাড় বাতিল করা হয়েছে।
ফলে এখন থেকে ফাউন্ডেশনে কেউ দান করলে সেই দানের ওপর আর আয়কর ছাড় পাবেন না।
বিশেষজ্ঞরা মনে করেন, সূচনা ফাউন্ডেশনকে দেওয়া কর অব্যাহতির সুবিধা ছিল বৈষম্যমূলক।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'অটিস্টিক ব্যক্তিদের জন্য কাজ করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে আরও কিছু সংস্থা কাজ করছে। তবে তারা কর অব্যাহতি সুবিধা পায়নি, অথচ সায়মা ওয়াজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান পেয়েছে। এ থেকে বোঝা যায়, সূচনা ফাউন্ডেশনকে কর অব্যাহতি সুবিধা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে।'
গত ১ ফেব্রুয়ারি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-এ প্রকাশিত এক সংবাদ অনুযায়ী, সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন এস আলম ও বেক্সিমকোসহ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী এবং ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিতর্কিত পি কে হালদারের কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান পেয়েছে। পি কে হালদারের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের অন্যান্য দাতাদের মধ্যে রয়েছে- কনফিডেন্স গ্রুপ, মেঘনা গ্রুপ, সামিট গ্রুপ ও ইউনাইটেড গ্রুপ।
গত বছরের নভেম্বর মাসে ফাউন্ডেশনের সন্দেহজনক লেনদেনের কারণে বিএফআইইউ ব্যাংকগুলোকে ফাউন্ডেশনের অ্যাকাউন্ট ফ্রিজ (জব্দ) করার নির্দেশ দেয়।
বিএফআইইউর প্রতিবেদন অনুযায়ী, ফাউন্ডেশনটি এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ১৭৯ কোটি টাকা আমানত পেয়েছে, যার মধ্যে ১১৪ কোটি টাকা ইতোমধ্যে খরচ হয়ে গেছে এবং ৬৫ কোটি টাকা বর্তমানে ব্যাংকে ফ্রিজ রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে এ অর্থ এসেছে। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত এতে আমানত রেখেছেন।
স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে।
সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও তিনজন ট্রাস্টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের তত্ত্বাবধান করতেন। তারা হলেন- মুজহারুল মান্নান, মো. শামসুজমান এবং জাইন বারী রিজভী।
তবে ২৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে বলা হয়, রাজধানীর ধানমন্ডিতে তাদের তালিকাভুক্ত ঠিকানায় ফাউন্ডেশনটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।