তসলিমা নাসরিনের বই রাখার কারণে একুশে বইমেলায় স্টল ঘেরাও
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/sabyasachi_beseige.jpeg)
ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লেখা বই রাখাকে কেন্দ্র করে অমর একুশে বইমেলার একটি স্টল ঘেরাও করেছে একদল বিক্ষুব্ধ জনতা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব্যসাচী প্রকাশনীর একটি স্টলে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।
তিনি বলেন, 'একদল লোক সব্যসাচীর স্টল ঘেরাও করে তসলিমা নাসরিনের লেখা বই রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।'
তবে, তিনি বইটির নাম নিশ্চিত করতে পারেননি।
এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, স্টলে উপস্থিত এক লেখককে 'কান ধরে উঠবস করতে' বলছেন জনতা।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে ওই লেখকের নাম মিরাজ বলে শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একপর্যায়ে এই লেখক হাতজোড় করে ক্ষমা চান এবং পুলিশ তাকে নিয়ে চলে যায়।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, রমনা জোনের ডিসি মাসুদ আলম সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেন, 'এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি। তাকে আটক করা হয়নি। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি।'
এর পরপরই স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বাংলা একাডেমি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, 'সাময়িক বন্ধ থাকার পর স্টলটি আবার খুলে দেওয়া হয়েছে।'
টাস্কফোর্সের বৈঠকের পর একাডেমি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।