কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন না: জাতিসংঘ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/ballot_box_0.jpeg)
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং 'বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।'
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) মৌলিক স্বাধীনতাকে সম্মান করাসহ অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি পরামর্শ দিয়েছে, 'নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।'
এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকারকে শক্তিশালী করার জন্য আরও নাগরিক-নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
রাজনৈতিক দলগুলোর বিষয়ে সংস্থাটি পরামর্শ দিয়েছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যেন মানবাধিকার নীতিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তা নিশ্চিত করতে তদের সঙ্গে ব্যাপক আলোচনা শুরু করা উচিত।
এতে বলা হয়, 'রাজনৈতিক ও সামাজিক জীবনে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতার জন্য আইন ও বিধিমালাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।'