সরকারি ডাটাবেজ ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
মধ্যস্বত্বভোগীরা যেন মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে কোন সুবিধা আদায় করতে না পারে, সেজন্য দেশটিতে অভিবাসনে ইচ্ছুক শ্রমিকদের সরকারি তথ্যের ডাটাবেজ থেকে বাছাই করা হবে। এমনটিই জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান আহমেদ বলেন, "প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশ যেতে ইচ্ছুক দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। এই ডাটাবেজ ব্যবহার করে শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানো হবে, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সাহায্য করবে।"
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই ডাটাবেজ তৈরির কাজ করছে। বিএমইটির মহাপরিচালক মোঃ শহিদুল আলম টিবিএসকে বলেন, মালয়েশিয়া ও অন্যান্য দেশে অভিবাসনের জন্য কর্মীদের প্রথমে এই ডাটাবেজে নিবন্ধন করতে হবে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন সংস্থা এবং রিক্রুটিং এজেন্সিগুলো তাদের প্রয়োজন অনুসারে এই তথ্যপূর্ণ ডাটাবেজ থেকে কর্মী নির্বাচন করতে সক্ষম হবে; ফলে বাছাই প্রক্রিয়া চলাকালীন 'মিডলম্যান'রা শ্রমিকদের শোষণ করতে পারবে না।
গতকালের ব্রিফিংয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় চালু করার উদ্দেশ্যে বাংলাদেশ চলতি বছরের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি, দালালের প্রতারণা ও সিন্ডিকেট বিষয়ে মন্ত্রী বলেন, "আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতী নই। এর মধ্যেই আমাদের কানে এসেছে যে, আমরা নাকি কত কিছু করছি! কে কোথায় পয়সা খাচ্ছে, কে দুবাইতে গিয়ে পয়সা খাচ্ছে, এর মধ্যে আমার নামও আসছে। এ ধরনের রিউমার পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য করা হয়।"
কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে বিমানের ভাড়াসহ প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিয়ে ইমরান আহমেদ বলেন, "আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি।"
বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং বিমানের বেশি ভাড়ার বিষয়ে সিভিল অ্যাভিয়েশন, ইমিগ্রেশন ও বিমানকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন ইমরান আহমদ। তিনি বলেন, 'চিল্লাতে চিল্লাতে, চিঠি দিতে দিতে এ মুহূর্ত পর্যন্ত আমি অপারগ।'
ওমানসহ কয়েকটি দেশে শ্রমিকদের পাসপোর্ট নবায়ন না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ বিষয়ে সরাসরি লিখিত অভিযোগ করতে ভুক্তভোগীদের পরামর্শ দেন মন্ত্রী।
সৌদি আরবসহ বিভিন্ন দেশে যেতে শ্রমিকদের মন্ত্রণালয়ের নির্ধারণ করা খরচের চেয়ে কয়েক গুণ বেশি খরচের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।