আগামী বছরের ২ এপ্রিল শুরু হতে পারে পবিত্র মাহে রমজান
মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স অনুসারে, ২০২২ এর ২ এপ্রিল থেকে রমজান মাস শুরু হতে পারে।
এছাড়া, গালফ নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাবে ১ এপ্রিল।
সে অনুযায়ী আগামী ২ এপ্রিল রমজানের প্রথম দিন হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
১ এপ্রিল সূর্যাস্তের সময় খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এরপর দিন, অর্থাৎ ২ তারিখ থেকে রোজা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলিমেরা।
ইসলামিক ক্যালেন্ডারের ৯ম মাস রমজানের পুরো মাস জুড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন বিশ্বের মুসলিমেরা।
রমজানের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, ঈদ-উল-ফিতর পালন করা হয়।
তবে, নির্দিষ্ট করে রমজান মাস শুরু ও ঈদ-উল-ফিতরের তারিখ ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি।