সশরীর ক্লাস স্থগিত করল জাবি
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ সশরীর ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ( ৫ জানুয়ারি) এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফিরোজ আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।"
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, "পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত রোববার ( ৯ জানুয়ারি) থেকে ইন-পারসন ক্লাস বন্ধ থাকবে।"
তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন ক্লাসরুমে ছোট ছোট গ্রুপে চলমান পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস অব্যাহত থাকবে।
রহিমা কানিজ আরো বলেন, " প্রয়োজনে পরীক্ষা হল ও ব্যবহারিক পরীক্ষার গ্রুপ সংখ্যা বাড়ানো হবে।"
জাবিতে সশরীর ক্লাস স্থগিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বন্ধ হচ্ছে না। তবে করোনা সংক্রমণের হার বাড়ায় ঢাবিতে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য মাস্ক পরাসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের।