আপাতত স্কুল বন্ধের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের নতুন ঢেউয়ের ঝুঁকির মধ্যে বিধিনিষেধ আরোপ করলেও আপাতত স্কুল বন্ধের পরিকল্পনা নেই সরকারের।
শনিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, "আপাতত স্কুল খোলা থাকবে। যদি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়, তখন আমরা দেখব স্কুল নিয়ে কী করা যায়। যদি বেশি হারে বৃদ্ধি যায়, তাহলে স্কুল বন্ধ করার প্রয়োজন দেখা দেবে। তবে এখনও সেই অবস্থা হয়নি।"
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। সংক্রমণ ঠেকাতে রাত ৮টার মধ্যে দোকান-পাট বন্ধ করতে হবে। গণপরিবহনেও ফিরবে অর্ধেক যাত্রী চলাচলের নিয়ম।
এ বিষয় শীঘ্রই আনুষ্ঠানিক নির্দেশনা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আগামী দুই-একদিনের মধ্যে জেলায় জেলায় স্বাস্থ্য বিধির বিষয়ে নিদের্শনা চলে যাবে।
তিনি বলেন, "স্বাস্থ্যের জাতীয় কারিগরি কমিটির নির্দেশনা আছে, প্রধানমন্ত্রী সেগুলো অনুমোদন করছেন। রাত ৮টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করতে হবে এবং আমাদের যানবাহন বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে। এ বিষয়ে জেলায় জেলায় আগামী দুই একদিনের মধ্যে চলে আসবে এবং কার্যকর হয়ে যাবে।"
দেশে চলমান বিভিন্ন মিটিং মিছিল ও নির্বাচনে নির্বাচনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না জানিয়ে জাহিদ মালেক বলেন, "দোকানপাট, রাস্তাঘাটেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু দেশকে হুমকির মুখে ফেলে দেয়া হবে। দেশের কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে।"