মুরাদ হাসান ও তার স্ত্রীর অস্ত্র জমা নিল পুলিশ
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি করার ঘটনায় আজ তার লাইসেন্স করা দুটি অস্ত্র জমা নিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। তার স্ত্রীর লাইসেন্স করা একটি অস্ত্রও জমা নেওয়া হয়েছে।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মাসুম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুম বলেন, "স্বামী-স্ত্রী দুজনে তিনটি অস্ত্র জমা দিয়েছেন, যার মধ্যে একটি পিস্তল ও দুইটি শটগান।"
"জিডিতে নিরাপত্তাজনিত বিষয় উল্লেখ করা হয়েছে তাই আমরা অস্ত্রগুলো জমা নিয়েছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্ত্রগুলো থানায় জমা থাকবে", বলেন তিনি।