কানাডা-দুবাইয়ে মিলল না ঠাঁই, শেষমেশ দেশেই ফিরলেন মুরাদ
মন্ত্রীত্ব ও দলীয় পদ হারানোর পর সমালোচনার মুখে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান কানাডায় পাড়ি জমালেও ঠাঁই মেলেনি উত্তর আমেরিকার দেশটিতে। এরপর দুবাইয়ে ট্রানজিট নিয়ে সে দেশে ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় সেটিও সম্ভব হয়নি। অবশেষে আজ দেশে ফিরে এসেছেন তিনি।
রোববার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি।
সম্প্রতি বিএনপি নেতা তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসানের দেওয়া 'অশ্লীল ও কুরুচিপূর্ণ' বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ফাঁস হয় ঢাকাই সিনেমার একজন নায়িকাকে 'ধর্ষণ' এর হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ। এরমধ্যে আরেকটি অনলাইন টকশোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রীদের নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় মুরাদকে।
তার এসব বক্তব্যের সমালোচনায় সোচ্চার হয়েছিলেন নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। খোদ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকেও মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়ার দাবি উঠেছিল।
এসব বিতর্কিত বক্তব্যের জন্য গত ৬ ডিসেম্বর ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরদিন ৭ ডিসেম্বর 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন মুরাদ। একইদিনে দলীয় পদও হারান তিনি। এরপর, গত বৃহস্পতিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে সে দেশে ঢুকতে দেয়নি। ফিরতি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট নিয়ে সেদেশেও ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় সে দেশেও ঢুকতে পারেন নি।