ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে দেশ ছাড়ার পরামর্শ
ইউক্রেনে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আক্রমণ চালাতে যাচ্ছে রাশিয়া। এসব প্রতিবেদনের ভিত্তিতেই এই পরামর্শ দিয়েছে ঢাকা।
আজ মঙ্গলবার পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের ফেসবুক একাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়।
পোস্টে ইউক্রেন ছেড়ে অন্য কোনো দেশে যেতে না পারলে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়। অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে প্রবেশ করার ব্যাপারেও অনুৎসাহিত করা হয় এই পোস্টে।
এছাড়া, ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে তাঁদের অবস্থানের তথ্য দিয়ে দূতাবাসকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।