মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আল মাহমুদ!
কবি আল মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ বুধবার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে 'সোনালি কাবিন'-খ্যাত কবি আল মাহমুদকে স্মরণ করে একটি পোস্ট দেয়।
মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পোস্টে লেখে, 'আজকের এই দিনে আমরা হারিয়েছি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি আল মাহমুদকে।'
উক্ত ফেসবুক পোস্টে আরও লেখা হয়, 'বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনৈতিক ও অর্থনৈতিক দমন-পীড়ন এবং স্বাধীনতা সংগ্রাম বিষয়ে তাঁর লেখাগুলো তাঁর অনুসারী বাংলাদেশীদের কাছে মূল্যবান ছিল।
আমরা তাকে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি।'
অনেক পাঠক বলছেন, আল মাহমুদের আগের দুটি মৃত্যুবার্ষিকীতে তাকে এভাবে স্মরণ করতে দেখা যায়নি মার্কিন দূতাবাসকে। তাদের দাবি, আর কোনো কবিকেও সচরাচর এভাবে স্মরণ করেনি ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেই পরিপ্রেক্ষিতে আল মাহমুদকে এভাবে স্মরণ করাকে বড় ঘটনা হিসেবে দেখছেন অনেকে।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান আল মাহমুদ।
তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, ১৯৩৬ সালের ১১ জুলাই। স্কুলজীবন থেকেই আল মাহমুদের লেখালেখির শুরু। ১৯৫৪ সালে তিনি ঢাকায় আসেন। তারপর দৈনিক মিল্লাত পত্রিকায় সম্পাদনা সহকারী হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। পরে এ পত্রিকার সম্পাদক হন। মুক্তিযুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
১৯৬৩ সালে প্রকাশিত হয় আল মাহমুদের প্রথম বই 'লোক লোকান্তর'। দ্বিতীয় বই 'কালের কলস' প্রকাশিত হয় ১৯৬৬ সালে। এ দুটি কবিতার বইয়ের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।